খবর৭১:তালেবান জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত চারদিন ধরে চীন এবং তাজিকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে তালেবানের বেশ কিছু ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। দক্ষিণাঞ্চলীয় কমান্ড মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে দক্ষিণাঞ্চলীয় কমান্ডের তরফ থেকে জানানো হয়েছে, বাদাখসান প্রদেশে তালেবানের প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। জঙ্গিরা যেন নতুন করে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য তাদের ঘাঁটিগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
আফগান সেনাবাহিনীর বেশ কিছু যানবাহন দখল করে সেগুলোকে বিস্ফোরক যানবাহনে পরিণত করেছিল তালেবানরা। বোমা হামলায় এসব যানবাহনও ধ্বংস করা হয়েছে। তালেবানের বিরুদ্ধে এসব হামলা চালিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে এ হামলায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট হয় নাই।খবর এএফপি
খবর৭১/জি: