আনুষ্ঠানিকভাবে তুরস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে নেদারল্যান্ড

0
336

খবর৭১:প্রায় এক বছর ধরে তুরস্কে ডাচ রাষ্ট্রদূতের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকার পর সে দেশ থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে নেদারল্যান্ড। সোমবার নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এছাড়া তুরস্কের নতুন কোনো রাষ্ট্রদূতকে ঢুকতে দেবে না নেদারল্যান্ড।
গত বছরের মার্চ মাসে শুরু হয় দেশ দু’টির মধ্যে টানাপড়েন। তুরস্কের রাজনীতিবিদদের বিরুদ্ধে অগণতান্ত্রিক কার্যকলাপের অভিযোগ ওঠে নেদাল্যান্ডের নির্বাচনের সময়।

দু’দেশের মধ্যে কূটনৈতিক তিক্ততা শুরু হয়েছিল নেদারল্যান্ডে তুর্কি মন্ত্রীদের গণভোটের প্রচারণা চালাতে না দেয়ার জেরে। এ ধরনের সিদ্ধান্তে সেই তিক্ততা আরো প্রকট আকার ধারণ করল।

নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী হালবে এক বিবৃতিতে জানান, দু’দেশের সাম্প্রতিক আলোচনা সত্ত্বেও আমরা সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একমত হতে পারিনি। কূটনৈতিক সঙ্কট সমাধানে তুরস্কের সঙ্গে আর আলোচনা করা হবে না।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here