মালদ্বীপে বাংলাদেশীদের সতর্ক থাকার পরামর্শ

0
780

খবর ৭১: মালদ্বীপে জরুরি অবস্থা জারি পর দেশটি অবস্থান করা প্রবাসী বাংলাদেশীদের চলাফেরায় সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস থেকে এ পরামর্শ দেয়া হয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানা যায়।

মালদ্বীপস্থ প্রবাসী বাংলাদেশীদের জন্য এক জরুরি বিজ্ঞপ্তিতে কয়েকটি পরামর্শ দেয়া হয়েছে। সেগুলো হলো:

১. পরিস্থিতি সাপেক্ষে নিজ নিজ কাজকর্ম ছাড়া অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করা বিরত থাকা।

২ অবসর সময়ে প্রয়োজন ব্যতিরেকে বাহিরে অবস্থান না করা।

৩. কোন রকম মিটিং, মিছিল/সমাবেশ অংশগ্রহণ না করা।

৪. যেকোন অবাঞ্চিত পরিস্থিতিতে নিজেদের জান-মালের নিরাপত্তার প্রশ্নে সাহায্য সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের হটলাইন +৯৬০ ৩৩২০৮৫৯ নম্বরে যোগাযোগের জন্য বলা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here