জনগণ ক্ষোভ প্রকাশ করেছে: খসরু

0
394

খবর৭১; ঢাকা থেকে সিলেটের পথে খালেদা জিয়ার যাত্রার কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পথে পথে বিএনপির নেতাকর্মীদের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এরপরও জনগণ তাদের ক্ষোভ রাস্তায় এসে প্রকাশ করেছে।’

সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট সার্কেট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটে মাজার জিয়ারত করতে এসেছেন। আসার পথে পথে অপেক্ষমান নেতাকর্মীদের ওপর লাঠি চার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। তারপরও জনগণ তাদের ক্ষোভ রাস্তায় এসে প্রকাশ করেছে। সিলেটবাসী তাঁকে (খালেদা জিয়া) যে উপহার আজ দিয়েছে সেটা গণতন্ত্রের জন্য বড় সুখবর।’

তিনি বলেন, ‘কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, খালেদা জিয়া হযরত শাহজালাল (র:) ও শাহপরাণের (র:) মাজার জিয়ারত করতে সিলেটে এসেছেন। উনার আাসার পথে লক্ষ জনতা রাস্তার দুপাশে জমায়েত হয়েছে। আবার অনেকেই জমায়েত হবার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের লাটি চার্জ ও টিয়ারশেলের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে। তবে অনেক জায়গায় জনগণের চাপে পুলিশও পিছু হটে। ঢাকা থেকে সিলেট আসা পর্যন্ত জনগণের স্বতঃস্ফূর্ততা দেখে আমরা বিস্মিত হয়েছি। আমার কাছে সবচেয়ে অবাক করার বিষয় হলো সিলেটের জনগণ পুলিশের গুম, খুন হত্যা ও লাটিচার্জ উপেক্ষা করে আজ রাস্তায় নেমে এসেছে।’

আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়াকে যে সিলেটবাসী কতটা ভালোবাসে তার প্রমাণ জনগণের রাস্তায় নামা ও পুলিশের বাধা উপেক্ষা করে নেত্রীকে শুভেচ্ছা জানানো। আর জনতার এই ভালোবাসায় খালেদা জিয়া আজ আবারও সিক্ত হলেন।’

এক প্রশ্নের জবাবে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমাদের নেত্রী (খালেদা জিয়া) যেদিকে যায় সেখানে স্বতঃস্ফূর্তভাবে লক্ষ জনতা নেমে আসে। যেটা হয়তো অন্য দলের নেত্রীর পক্ষে সম্ভব হয় না। সেটাকে তারা (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) যে ভাষায়ই ব্যাখ্যা করুক না কেন তাতে আমাদের কোনও আপত্তি নেই।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here