আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ অনুসন্ধানী সাংবাদিকতায় অন্তরায় সৃষ্টিকারী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ ধারা প্রত্যাহারের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জে জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে সোমবার বেলা ১১টা থেকে পৌর শহরের থানামোড় চারমাথায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শ্যামল রায়, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জের সভাপতি শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, গোবি খবরের সম্পাদক মোস্তফা কামাল সুমন, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জের সাধারণ সম্পাদক এনামুল হক, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সুদিনের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক তাহেদুল ইসলাম, সাংবাদিক আব্দুল হান্নান আকন্দ, বিজয় টিভির জেলা প্রতিনিধি ডিপটি প্রধান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, তারাজুল ইসলাম, কালা মানিক, রিকন, রিমন রাজভর প্রমুখ।
বক্তারা অবিলম্বে মন্ত্রীসভায় চুড়ান্ত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ ধারা প্রত্যাহার সহ সাংবাদিকতায় প্রতিবন্ধক সকল কালো আইন বাতিলের দাবী জানায়। তাছাড়া সকল সাংবাদিককে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে ঘোষণা করা হয়। ছবি
খবর৭১/এস: