শায়েস্তাগঞ্জে খালেদা জিয়াকে স্বাগত জানাল নেতাকর্মীরা

0
397

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা থেকে আসা সিলেটের উদ্দেশ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খালেদা জিয়ার গাড়ী বহর অতিক্রম করার সময় দলের হাজার হাজার নেতাকর্মী স্বাগত জানান ।

সোমবার দুপার ২টার দিকে শায়েস্তাগঞ্জ গোল চত্বর অতিক্রম করেন তিনি। এসময় হাজার হাজার দলীয় নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাড়িয়ে তাকে স্বাগত জানান। বিভিন্ন রাজনৈতিক শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শায়েস্তাগঞ্জ।

খালেদা জিয়াকে স্বাগত জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি.কে গউছ, সহসভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, ইসলাম তরফদার তনু, ডাঃ আহমদুর রহমান আব্দাল, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট বজলুর রহমান, চুনারুঘাট পৌরসভার মেয়র সামছুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ অলি, সদর থানার বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বিলাল, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ পৌর যুবদল সভাপতি হাজী আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ জামান রিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নূর আলম প্রমুখ।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here