সড়ক দূর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

0
360

খবর ৭১ঃ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বেপরোয়া বাসের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১০টার দিকে পুঠিয়া উপজেলার তারাপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার দায় এড়াতে বাসটি পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান আরটিএনএনকে জানান, ওই দুই ছাত্র এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় তারাপুর সড়কে একটি বেপরোয়া বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান।

মোটরসাইকেলের অপরজন ওই দুই পরীক্ষার্থীর অভিভাবক বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here