খবর ৭১: ব্রিটেনে ভারোত্তোলন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশী শ্রাবণী আক্তার। ব্রিটিশ ওয়েইট লিফটিং কনফারেন্স-২০১৮ তে ৫৬ কেজি বিভাগে পাঁচ রাউন্ডের প্রতিটিতে বিজয়ী হয় ১৬ বছর বয়সী শ্রাবণী।
বাঙালিপাড়া খ্যাত পূর্ব লন্ডনের ব্রিকলেনে ২০০১ সালের মার্চে জন্ম শ্রাবণীর। বাহাউদ্দীন ও সাঈদা বেগমের ছয় সন্তানের মধ্যে সবার বড় সে। পড়াশোনাতেও সমান তালে মেধা আর সাফল্যের দ্যুতি ছড়ানো শ্রাবণী ২০১৬ সালের জিসিএসই পরীক্ষায় পাঁচটিতে ‘এ স্টার’ ও সাতটিতে ‘এ’ পেয়ে উত্তীর্ণ হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রাবণী বলেছেন, মুসলিম ও বাংলাদেশী ব্রিটিশ নারী হিসেবে এ অর্জনে সে গর্বিত। তাদের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।