সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দেড় শতাধিক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার পুলিশ বাদী হয়ে সোনারগাঁও থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় শনিবার রাতে আটককৃত ১০ নেতাকর্মীদের এ দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের গতকাল রোববার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে সতত্যা স্বীকার করেছেন সোনারগাঁও থানার ওসি অপারেশন আব্দুল জাব্বার।
পুলিশের দায়ের করা মামলার এজহার থেকে জানা যায়, শনিবার বিকেলে পুলিশ থানা এলাকায় ডিউটি পালনকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দূর্নীতি মামলার রায় উপলক্ষে টিপুরদী এলাকায় পাকা রাস্তায় পুলিশের পিকআপভ্যানে হামলা চালায় সোনারগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন আহম্মেদকে প্রধান আসামী করে ৯৪ জনকে আসামী করে সোনারগাঁও থানার এসআই মুজিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
অপরদিকে সোনারগাঁও থানার এএসআই এনামুল হক শনিবার রাত সাড়ে ৮টার দিকে নোয়াগাঁও ইউনিয়নের ধন্ধী বাজার এলাকায় ডিউটি করার সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দূর্নীতি মামলার রায় উপলক্ষে সোনারগাঁও ছাত্রদল নেতা ওমর ফারুক টিটুর নেতৃত্বে পুলিশের গাড়ির সামনে বিষ্ফোরণ ঘটায়। এসময় একটি ছোট পোড়া জর্দার কৌটা, অবিষ্ফরিত তিনটি লাল কসটেপে মোড়ানো ককটেল, চারটি ছোট লোহা, ৫টি ছোট পাথর উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার সকালে এএসআই এনামুল হক বাদী হয়ে ৮৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এ ঘটনার পর শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোনারগাঁও পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা নাসিম পাশা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুন-অর-রশিদ মিঠুর বাবা সোনারগাঁও পৌরসভা বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ, ছোট ভাই সোনারগাঁ থানা ছাত্রদল নেতা ওমর ফারুক টিটু, সোনারগাঁও থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর-এ ইয়াসিন নোবেলের বড় ভাই সোহেল মিয়া, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল হক সরকার, সোনারগাঁও পৌর বিএনপি নেতা আলমগীর হোসেন, ছাত্রদল নেতা মামুন, যুবদল নেতা মহসিন ও আনিসুর রহমানকে গ্রেফতার করে।