হাতীবান্ধায় ভারতীয় নাগরিকের কোদালের কোপে বাংলাদেশী নাগরিক গুরুত্বর আহত

0
776

কাজী শাহ্ আলম,হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে দুদেশের আইল কাটাকে ঘিরে বিরোধে ভারতীয় নাগরিকের কোদালের কোপে বাংলাদেশী কৃষক তৈয়জ উদ্দিন(৪৫) গুরুত্বর জখম মূর্মষাবস্থায় রংপুর মেডিকেল কলেজে প্রেরন,বিজিবি প্রতিবাদ পত্র প্রেরন।
সড়জমিন সুত্রে জানাগেছে রবিবার দুপুরে ৮৯৩ নং মেইন পিলারের ৯সাব পিলার সন্নিকটে বাংলাদেশের ভুখন্ডে কৃষক তৈয়জ উদ্দিনের ভুট্টা ক্ষেতের আইল ভারতীত কৃষক আবু বক্কর সিদ্দিক আকসিক ভাবে কাটতে থাকে। বাংলাদেশী কৃষক তৈয়জ উদ্দিন বাধাঁ দিলে ভারতীয় কৃষক তার হাতে থাকা কোদাল দিয়ে কোপ দেন এতে বাংলাদেশী কৃষক মাথায় গুরুত্বর জখম ও আহত হয়। আহতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিলে অবস্থা আশাংকাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ৬১ ব্যাটালিয়ন বড়খাতা কোম্পনী কমান্ডার ইব্রাহীম আলীর নেতৃত্বে সিংগীমারী বিজিবি সদস্যটিম ঘটনাস্থল প্রাথমিক পরিদর্শন করে ভারতীয় বিএসএফ এর নিকট কড়া প্রতিবাদ পত্র প্রেরন করে।এখবর লেখা পর্যন্ত ভারতীয় বি এস এফ এর কোনা সাড়া পাওয়া যায়নি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here