রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: “পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা, পাসপোর্ট সেবা সহজীকরণ ও দুর্নিতী রুখতে পুর্ণাঙ্গ ডিজিটাইলাইজেশন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
খবর ৭১/ ই: