খবর৭১:পাকিস্তানের সোয়াতের কাবাল অঞ্চলে একটি সেনা ফাঁড়ির কাছে শনিবার আত্মঘাতী বোমা হামলায় এক কর্মকর্তাসহ ১১ সেনাসদস্য নিহত ও ১৩ জন আহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার রাতে সোয়াত উপত্যকায় এই হামলা চালানো হয়েছে। ওইসময় সেনা কর্মকর্তারা খেলাধুলা করছিল। তবে ওই বিবৃতিতে এর চেয়ে বেশি কিছু জানানো হয়নি।
সাংবাদিকদের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
সোয়াত উপত্যকা পাকিস্তানি তালেবানদের একটি শক্ত অবস্থান হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০০৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর বড় ধরনের অভিযানে তালেবানদের আস্তানা গুড়িয়ে দেয়া হয়।
পাকিস্তানের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত এই এলাকায় সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল টিটিপি। ওই ঘটনায় ২১ জন নিহত ও আরও ৭০ জন আহত হয়েছিল।
খবর৭১/জি: