পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় ১১ সেনা নিহত

0
388

খবর ৭১: পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটির পার্শ্ববর্তী অঞ্চলে এক আত্মঘাতি বোমা হামলায় ১১ জন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন সৈন্য আহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

পাকিস্তান সামরিক বাহিনীর গণযোগাযোগ বিভাগ জানায়, আত্মঘাতী বোমাটি সামরিক ঘাঁটির খেলাধুলার মাঠের পাশে বিস্ফোরিত হয়। বিকেলের দিকে সেনাবাহিনীর সদস্যরা সেখানে ভলিবল খেলছিলো। আত্মঘাতী বোমা হামলাকারী সেখানে পৌঁছেই বিস্ফোরণ ঘটায়।

এই খেলাটিকে কেন্দ্র করে সেখানে ভীড় হয়েছিলো। অনেক বেসামরিক নাগরিকও খেলা দেখার জন্যে উপস্থিত ছিল। এতে করে হতাহতের সংখ্যা বেশি হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here