খবর ৭১: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে ভর্তি করা করা হয়ছে। শনিবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে থেকে হাসাপাতালে নেয়া হয়। পরিবর্তন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি জানান, হোটেল লা মেরিডিয়ানে বিএনপির নির্বাহীর সভার শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ বোধ করেন নজরুল ইসলাম খান। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। এখন তিনি সিসিইউতে ভর্তি আছেন।
উল্লেখ, বিএনপির চেয়ারপারসন খালেদার জিয়ার সভাপতিত্বে শনিবার দিনভর দলের জাতীয় নির্বাহী কমিটির সভার অনুষ্ঠিত হয়।