খবর ৭১: মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট স্টাফ ডিরেক্টও লে: জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, আফগানিস্তানে তার দেশের নতুন রণকৌশল ও আরো সেনা পাঠানোয় হতাহতের সংখ্যা আরো বাড়বে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আরো ১ হাজার মার্কিন সেনা ইতিমধ্যে আফগানিস্তানে পৌঁছেছে। কিন্তু জেনারেল ম্যাকেঞ্জি বলছেন, দুর্ভাগ্য মার্কিনিরা ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের হতাহতের সংখ্যা আরো বাড়বে। ফক্স নিউজ
জেনারেল ম্যাকেঞ্জির মতে আগের চেয়ে এখন আফগানিস্তানে সেনা পাঠানোর বিষয়টি ভিন্নতর এ কারণে যে তাদের এখন লড়তে হচ্ছে আফগানদের সাথেই। বছরের পর বছর ধরে আফগানিস্তানে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বিশেষ করে সাধারণ মানুষ ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর সন্ত্রাসীদের হামলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশটিতে। ২০০১ সালে যুক্তরাষ্ট্র ন্যাটোর নেতৃত্বে আফগানিস্তানে যৌথ অভিযান শুরু করে। এ অভিযানে জাতিসংঘ অনুমোদন দিয়েছিল। ২০১৪ সালে ন্যাটো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিলেও দেশটিতে মার্কিন সেনা ফের বৃদ্ধি করা হচ্ছে।