মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামে বাড়ির রাস্তা দখলকে কেন্দ্র করে বুধবার সকাল ১১টায় দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ২০জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রসিক মিয়ার পুত্র নবী হোসেন (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তাজ উল্ল্যার পুত্র আনফর আলী (৬০), জাহির আলীর পুত্র লিটন মিয়া (৩৫), সুয়েব আলী (২৫), লিটন মিয়ার পুত্র আবু সুপিয়ান (১০), আব্দুল মনাফের পুত্র জাহাঙ্গীর আলম (১৫), আনফর আলীর পুত্র সানোয়ার হোসেন (১৬),জালু মিয়ার পুত্র জুনাব আলী (৩৫) আইয়ুব আলী (৩০), জুনাব আলীর স্ত্রী রায়বান বেগম (৩০), লিটন মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৩০) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, শক্তিয়ারগাঁও গ্রামের তাজ উল্ল্যার পুত্র আনফর আলী ও জালু মিয়ার পুত্র জুনাব আলীর লোকজনদের মধ্যে বাড়ির রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
খবর ৭১/ এস: