খবর ৭১: নাশকতার মামলায় দীর্ঘ একমাস ছয়দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবু জাফর এবং তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান এমদাদ।
গতকাল সোমবার বিকাল ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা জামিনে বের হন বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ। এসময় জাফর ও আরিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জগন্নাথ বিশ^বিদ্যালয় ও তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
মোস্তাফিজ জানান, গত ২১ ডিসেম্বর খালেদা জিয়ার হাজিরার সময় মৎস ভবন এলাকা থেকে জাফর ও আরিফকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরে ২৩ ডিসেম্বর একদিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।