দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এজন্য বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি খ.ম মোক্তাদির স্বপনের সভাপতিত্বে ও প্রভাষক কুতুব সাহাবুদ্দিন বাবু এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক (উপ-সচিব) সুফিয়া নাজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, চামরুল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার আজিজুল হক, অধ্যক্ষ আব্দুল হামিদ রুবেল প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
খবর ৭১/ ই: