উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউচ এলাকা থেকে রওশন শেখকে (২২) ও আল আমিনকে (২০) আটক করা হয়। রওশন বিলবাউচ গ্রামের মাহাতাব শেখের ছেলে এবং আল আমিন পাঁচকাহুনিয়া গ্রামের জালাল মল্লিকের ছেলে। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, চারটি রামদা, ছয় টুকরা কালো কাপড় ও লোহার রড উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বিলবাউচ এলাকায় ১০-১২ জন ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এ সময় রওশন শেখকে ধরে ফেলে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক পরে আল আমিনকে আটক করা হয়। এ ঘটনায় কালিয়া থানায় ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৭ জনকে আসামি করে একটি ডাকাতি এবং অপরটি অস্ত্র আইনে মামলা হয়েছে (মামলা নং-১৯ ও ২০, তাং-২৭/০১/১৮)। নড়াইলের কালিয়া থানার ওসি শেখ শমসের আলী,আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নড়াইলে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতি, আটক ১ নড়াইলের কালিয়ায় ডাকাতি সংঘঠিত হয়েছে।
খবর ৭১/ইঃ