দুপচাঁচিয়ার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

0
437

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। এজন্য   গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইসমাইল হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাহিদুর রহমান জাহিদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এর এ্যাডভোকেট এবং দৈনিক মুক্ত সকাল পত্রিকার সম্পাদক ড. মো. সামছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকার সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন পাইকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, জাপা নেতা তোফাজ্জল হোসেন তোফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, কুন্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মাওঃ আজিজুর রহমান, শিক্ষক মতিউর রহমান, বেলাল হোসেন, কেএম আহসান হাবীব, শিক্ষার্থী আবু সাদ বিন আজাদ, সাদিয়া সুলতানা, আনিকা শারমিলা জিনাত, তামান্না আক্তার প্রমুখ। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে পিইসি ও জেএসসি এবং শ্রেণি ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। শেষে পরীক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here