চৌগাছায় সরকারী রাস্তার পাশের প্রায় দেড় লাখ টাকার গাছ কেটে নিয়েছে এক আ’লীগ নেতা

0
332

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছার পল্লীর এক সরকারী রাস্তার পাশের প্রায় দেড় লাখ টাকার গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। গাছ খেকো ওই নেতা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ মুখ মুলতে সাহস পাচ্ছেনা। এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা তদন্তপূর্বক ওই নেতার বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিন সাগর গ্রাম থেকে ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রাম পর্যন্ত একটি সড়ক আছে। এই সড়কের দুই ধারে শিশু গাছ সহ নানা প্রজাতির গাছ আছে। সম্প্রতি ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও সরকারী ভূমি অফিসের কর্মচারী মনিরুল ইসলাম ওরফে মনির অনন্ত ২০ টি শিশুগাছ কেটে বিক্রি করে দিয়েছেন। সমুদয় গাছের বাজার দর প্রায় দেড় লাখ টাকা বলে জানা গেছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মনির উপজেলার সুখপুকুরিয়া ভূমি অফিসের অফিস সহকারী হিসাবে কর্মরত আছেন। তিনি সরকারী দল ও সরকারী চাকুরী করার সুবাদে এলাকায় বেশ প্রভাবশালী। তার পিছনে ইন্ধন যোগাচ্ছেন একই গ্রামের বাসিন্দা জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের। কাদেরের ইন্ধনে মনিরুল ইসলাম মনির কৌশলে সরকারের প্রায় দেড় লাখ টাকার গাছ বিক্রি করে হজম করে ফেলেছে। এ বিষয়ে অভিযুক্ত মনিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ কাটা হয়েছে সত্য, কিন্তু কাদের ভাইয়ের নির্দেশে এই গাছ আমি থেকে কেটেছি। তবে বাজারে বিক্রি করা হয়েছে এটি সঠিক না। আমি যতটুকু জেনেছি গাছের সমুদয় টাকা কাদের ভাই মসজিদের কাজে লাগিয়েছে। কিন্তু স্থানীয়রা মনিরের বক্তব্যের সাথে দ্বিমত পোষন করে বলেন, দুই নেতা গোপন যোগসাজসে গাছ বিক্রির সমুদয় টাকা হজম করে ফেলেছে। এ বিষয়ে জানার জন্য আব্দুল কাদেরের ০১৭৩৩১৪৬৫৭৪ মোবাইলে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here