আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার ঐতিহ্যবাহি পুরাতন বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সু-সম্পন্ন হয়েছে।
শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ, উদ্দীপনায় ও সুষ্ঠুভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। রাত ১২টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার। এ নির্বাচনে নির্বাচনে ৭শ’ ৭৭ জন ভোটারের মধ্যে ৭শ’ ৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১২টি পদে পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতি- সেকেন্দার আলী প্রাপ্ত ভোট ৩’শ ৩। এছাড়া, সহ-সভাপতি- রফিকুল ইসলাম লুলু ২’শ ৬৪, সাধারণ সম্পাদক- আরিফ মিয়া রিজু ৫’শ ৫৮, সহ-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ ৩’শ ৭১, সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী ৩’শ ৫০, অর্থ সম্পাদক- মঞ্জু মিয়া ৩’শ ৬৭, আইন, বিচার ও শালিস বিষয়ক সম্পাদক- আইয়ুব আলী প্রাপ্ত ভোট ৩’শ ৭৪। দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-ইসমাইল হোসেন দুখু লাইজু মিয়া, শফিকুল ইসলাম শফি, গৌর চন্দ্র দাস, মতিন ফকির, নুর মোহাম্মদ, আরজু মিয়া, ইব্রাহিম আলম আকন্দ ও রবিউল ইসলাম রনি।
খবর ৭১/ ই: