খবর৭১:তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুদ্ধভাবে বাংলা ভাষার চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতো বাংলার সাথে বিদেশি ভাষার অযাচিত মিশ্রণ ‘বাংলিশ’ও বাংলার শত্রু।
বিদেশি ভাষা শিখুন, কিন্তু শুদ্ধভাবে বাংলা চর্চায় যত্নবান থাকুন। ’
আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ইন্টরন্যাশনাল এডুকেশন এক্সপো ২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ক্যাম্ব্রিয়ান ইউনিভার্সিটি এ এক্সপো’র আয়োজন করেছে।
তথ্যমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী বাঙালিদের উদ্দেশে বলেন, ‘আপনারা যেখানেই থাকুন, বাঙালিয়ানা চর্চা করুন, নিজস্ব সত্বা ধারণ করে গর্বিত ও আলোকিত মানুষ হোন। ’
তিনি বলেন,চার হাজার বছরের বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য আমাদের গর্বিত বাঙালির পরিচয়। একে ধারণ করে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলার মধ্যেই জীবন ও শিক্ষার মাহাত্ম্য নিহিত।
খবর৭১/জি: