আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষার্থীরা নিজ নিজ মেধার স্বাক্ষর রাখছে : স্পিকার

0
544

খবর৭১:আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শিক্ষার্থীরা নিজ নিজ মেধার স্বাক্ষর রাখছে উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতি হিসেবে এটা আমাদের গর্ব। উৎসাহ ও অনুপ্রেরণার পাশাপাশি সুযোগ তৈরি করে দিলে তরুণ প্রজন্ম ভবিষ্যতে সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ব্রিটিশ কাউন্সিল আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন ডাইরেক্টার এনড্রিয়ানী পাপাপেরিসিলেয়াস।

স্পিকার বলেন, বিশ্বায়নের প্রতিদ্বন্দ্বিতার যুগে জ্ঞান নির্ভর অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে যোগ্যতা, অনুপ্রেরণা এবং কঠোর পরিশ্রমই পারে শিক্ষার্থীদের সফলতা নিশ্চিত করতে।

তিনি আরো বলেন, পুরস্কার অর্জন বাংলাদেশের জন্য এক অনন্য মাইলফলক। শিক্ষার্থীদের এ সাফল্য প্রমাণ করে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়েছে। এ সাফল্য একটি সিড়ি, যা বাংলাদেশকে জ্ঞান নির্ভর বিশ্বে পৌঁছে দিবে।

সনদ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ব্রিটিশ কাউন্সিল-এর বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চলের ম্যানেজার সত্যজিত সরকার, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম এবং কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের মার্কেটিং, কমউনিকেশন ও কাস্টমার বিভাগের ডেপুটি ডিরেক্টর অ্যাড্র কুমবে।

এ ছাড়াও অনুষ্ঠানে অর্থনীতি, গণিত, পদার্থ, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে উপর সবোর্চ্চ ফলাফল অর্জনকারী ৫৮ জন শিক্ষার্থীকে ‘টপ ইন ওয়াল্ড’ ও ‘টপ ইন কান্ট্রি’ পুরস্কারে ভূষিত করা হয়। স্পিকার পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here