খবর৭১:আজ শনিবার বিকালে এই পরীক্ষা চলাকালে অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির জন্য পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পাঁচ শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খান।
এ প্রসঙ্গে তিনি বলেন, “অনেক কড়াকড়ি করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছিল। তারপরও খুবই কৌশলে তিতুমীর কলেজ কেন্দ্র থেকে দুইজন এবং তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে তিনজনকে ডিজিটাল ডিভাইসসহ ধরা হয়েছে। এই পাঁচজন পরীক্ষা কেন্দ্রে নিজেদের আসনে বসে ওই ডিভাইসের মাধ্যমে বাইরের কারও কাছে প্রশ্ন পাঠিয়ে তার কাছ থেকে উত্তর জেনে নিয়ে পরীক্ষার খাতায় লিখছিল।
এ ব্যাপারে এই নিয়োগ পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, ওই পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।
অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে এবারের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছে মোট ছয় হাজার ১২৮ জন প্রার্থী।
খবর৭১/জি: