জামালগঞ্জ প্রতিনিধি::
শিশুদের মাঝে দেশপ্রেম, খেলাধুলা ও সাংস্কৃতির চর্চা তৈরী করতে হবে। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকে রেজাউল করীম শামীম সভাপতির দায়িত্ব পালন করে বিদ্যালয়টিকে উপজেলার একটি মডেল বিদ্যালয় হিসাবে রূপান্তরিত করেন। শিক্ষা খাতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে রেজাউল করীম শামীমের অবদান চোখে পড়ার মত। সে পর পর ২ বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় উন্নয়নের জন্য জেলা পরিষদের বরাদ্দ থেকে ১০ লক্ষ টাকা প্রদানন করা হবে। জামালগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ, মন্দিরে এই পর্যন্ত ৭৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে পর্যায়ক্রমে ১০ জোড়া করে বে প্রদান করা হবে। প্রধান অতিথি আলহাজ¦ নুরুল হুদা মুকুট তার বক্তব্যে এ কথাগুলো বলেন।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজার ইউনিয়নে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেজাউল করীম শামীম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরূপ নারায়ণ তালুকদারের স ালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, আলহাজ¦ নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, আলহাজ¦ নুরুল হুদা মুকুটের স্ত্রী হুসনেআরা বেগম, পুত্র বধু রিয়া হুদা প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রইছ মিয়া। বিদ্যালয়ে দিন ব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
খবর৭১/এস: