বেলকুচিতে আ’লীগ কোন্দল, স্বস্তিতে জামায়াত-বিএনপি

0
396

মোঃ জহির রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার বেলকুচি, এনায়েতপুর, চৌহালী নিয়ে গঠিত সংসদীয় আসন সিরাজগঞ্জ- ৫ এ বর্তমান সময়ে সরকারি দল আ’লীগে অভ্যন্তরীন দ্বন্দ্ব ও কোন্দল প্রকাশ্যে এসেছে। আর এতে অনেকটাই স্বস্তিতে রয়েছে জামায়াত-বিএনপি। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মন্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং আগামী সংসদ নির্বাচনে আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ আসন হতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি। বেলকুচি পৌরসভার নির্বাচনে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী আশানুর বিশ্বাস নৌকা মার্কা প্রতিক নিয়ে মেয়র নির্বাচিত হন। বেলকুচি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক রেজা, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি ও আত্মীয় হিসেবে পরিচিত ছিলেন। পৌর মেয়র নির্বাচনের পরে সাজ্জাদুল হক রেজা প্রকাশ্যে আব্দুল লতিফ বিশ্বাসের বলয়ের বাইরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি স্বাস্থ্য মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও বনানী থানা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও আব্দুল মজিদ মন্ডল এমপির পুত্র আব্দুল মমিন মন্ডলের পক্ষের রাজনীতিতে সক্রিয় হন। বিভিন্ন সময় বেলকুচি পৌরসভার বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে রেজা, মেয়র আশানুর বিশ্বাসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ পত্র প্রেরণ করে। পৌরসভা অফিস ভাংচুরের অভিযোগে মেয়র আশানুর বিশ্বাসের দায়েরকৃত মামলায় গত ১৮ তারিখে সন্ধ্যায় সাজ্জাদুল হক রেজা ও আরেক ছাত্রনেতা ফারুক গ্রেফতার হয়। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ, যুবলীগ বেলকুচিতে বাস ভাংচুর ও অগ্নি সংযোগ করে। ফলে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়। ২০১৪ সালের পরিবর্তীত পরিস্থিতির সময়ে সাজ্জাদুল হক রেজা ও আব্দুল লতিফ বিশ্বাসের অনুসারিরা একত্রিত ভাবে জামায়াত-বিএনপি’র আগুন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেন। ফলশ্রুতিতে বেলকুচিতে জামায়াত-বিএনপি তাদের আন্দোলন সংগ্রামে সফল হতে পারে নাই। কিন্তু বর্তমান প্রকাশ্য বিরুদ্ধের জের ধরে বেলকুচি আ’লীগ অনেকটাই কোনঠাসা ও জামায়াত বিএনপি অনেকটাই শক্তিশালী অবস্থানে রয়েছে।

খবর ৭১ /ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here