খবর৭১:যদি কেউ আমাদের চ্যালেঞ্জ করে তবে সেটা তার জন্য সবচেয়ে খারাপ দিন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। এজন্য সামরিক খাতে বাজেট পর্যাপ্ত করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি।
ম্যাটিস বলেন, সন্ত্রাস নয় বরং বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রতিযোগিতাকেই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে যুক্তরাষ্ট্র বিবেচনা করছে। নতুন প্রস্তাবিত সামরিক নীতি ঘোষণায় চীন ও রাশিয়ার কথাও ম্যাটিসের কথায় উঠে আসে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, ১০ শতাংশ প্রতিরক্ষা খাতে বাড়াবেন। এজন্য অন্য কোনো খাতে ব্যয় কমিয়ে সেটা পূরণের ইচ্ছা আছে ট্রাম্পের।
টুইন টাওয়ারে হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক নীতির অন্যতম বিষয় হলো সন্ত্রাসবাদ। তবে সেই জায়গায় অনেকটাই পরিবর্তন এসেছে। সন্ত্রাসের বদলে আন্তরাষ্ট্রীয় ক্ষমতার প্রতিযোগিতার দিকে এখন নজর যুক্তরাষ্ট্রের।
খবর৭১/জি: