শিশুদের প্রোগ্রামার বানানোর কর্মসূচি হাতে নিয়েছি :মন্ত্রী মোস্তাফা জব্বার

0
550

দেলদুয়ার(টাঙ্গাইল)প্রতিনিধি:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমি পাগলামী করছি। পাগলামীটা হচ্ছে, শিশুদের প্রোগ্রামার বানানোর কর্মসূচি হাতে নিয়েছি। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তথ্য প্রযুক্তি বাধ্যতামূলক করবো। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মের প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা। তিনি আরও বলেন, আমরা কৃষি প্রধান দেশ ছিলাম। সেই কৃষি প্রধান দেশকে শিল্প বিপ্লবে রুপান্তর করতে পারিনি। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্প বিপ্লব সম্পন্ন হয়ে গেছে। চতুর্থ শিল্প বিপ্লবে আমরা আছি। যদি চতুর্থ শিল্প বিপ্লব ধরতে না পারি তাহলে আমাদের পক্ষে জ্ঞান ভিত্তিক সমাজ গড়া প্রায় অসম্ভব হয়ে যাবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন, পুলিশ সুপার মাহবুব আলম পি.পি.এম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস.এম ফেরদৌস আহমেদ, ইউএনও সাবিনা ইয়াসমিন, আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আশরাফুল ইসলাম, সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারন এম. শিবলী সাদিক, অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মতিয়ার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম ভূইয়া প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here