অনির্বাচিতদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না — এনামুল হক শামীম

0
342

শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। সংবিধানের বাইরে গিয়ে অনির্বাচিতদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। প্রধানমন্ত্রীর অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।
শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়ন ও চামটা ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা জহির সিকদার, ইউপি চেয়ারম্যান খন্দকার আলী হোসেন, গিয়াসউদ্দিন রাড়ী, শওকত বয়াতী, হাফেজ সানাউল্যাহ, মনির হোসেন সুমন, জেলা পরিষদের সদস্য আলী আহমেদ কাজী, আলমগীর হোসেন, মিজানুর রহমান আলম, নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা স্বপন সিপন সিকদার, খালেক খালাসী, শহিদ মোল্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান খোকন, নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন রিয়াদ, সাধারন সম্পাদক মফিজুর রহমান হিরু, সহ-সম্পাদক সজীব শেখ, মহিলা লীগের সভাপতি রাবেয়া আক্তার প্রমূখ।
এনামুল হক শামীম আরও বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়। তাই বিএনপি নেতা মামলা দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বন্ধ করতে চায়। তারা ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চায়। বিএনপি ক্ষমতায় থাকলে এদেশকে লুটেপুটে খায়। আর ক্ষমতায় না থাকলে জ্বালাও-পোড়াও করে আগুন সন্ত্রাস করে। এ কারণে জনগণ বিএনপিকে আর ভোট দেবে না। বিএনপি আর ক্ষমতায় দেখতে চায় না।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here