খবর৭১:তুরস্কের কোনো যুদ্ধবিমান সীমান্ত অতিক্রম করলে তা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে সিরিয়া। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এ ধরনের ঘোষণা দেওয়া হয়।
অন্যদিকে তুরস্কের সরকারি কর্মকর্তারা বলছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সঙ্গে সীমান্তে কোনো ধরনের সংঘর্ষ হলে তা প্রতিহত করা হবে। জবাবে তরুস্ককে সতর্ক করে দিয়ে সিরিয়ার সরকার বলছে, তুরস্কের কোনো যুদ্ধ বিমান এবং বোমারু বিমান দেখলে তা ভূপাতিত করবে তাদের সেনাবাহিনী।
বার্তা সংস্থা সানাকে সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ জানান, আমাদের আকাশে তুরস্কের কোনো বিমান দেখা মাত্র তা ধ্বংস করে দেওয়ার জন্য বিমানবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, তরুস্কের নেতাদের আমরা সতর্ক করে দিয়েছি যে, আমাদের অঞ্চলে লড়াই শুরু করলে সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে তুর্কি সেনাবাহিনীর আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।
খবর৭১/জি: