খবর৭১:সৌদি আরবের নাজরানে সেনাবাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন। বৃহস্পতিবার ইয়েমেনের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলাটি চালানোর দাবি করেছে।
ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবাহ নিউজ বলছে, ইয়েমেনের সেনাবাহিনী ও পপুলার কমিটির ক্ষেপণাস্ত্র কমান্ড সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ নাজরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে স্বল্প মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্রটি। হামলার ফলে সৌদির অস্ত্রের ক্ষতিসহ ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
এর আগে সৌদির দক্ষিণাঞ্চলের জিজান প্রদেশের স্থানীয় এক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইয়েমেন। অন্যদিকে সৌদি জোট ইয়েমেনে হামলা শুরু করে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে।
সৌদি জোটের হামলায় এখন পর্যন্ত ইয়েমেনের প্রায় ১৪ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দেশটির আরো লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
খবর৭১/জি: