দুপচাঁচিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বাদলু সোনারের পরলোকগমন

0
313

আবু রায়হান দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মেসার্স প্রীতি জুয়েলার্সের মালিক সুনিল দত্ত ওরফে বাদলু সোনার (৮০) গত বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে পরলোকগমণ করেছেন। তিনি দুপচাঁচিয়া পৌর এলাকার লক্ষ্মীতলা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতী-নাতনী অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত বুধবার রাত ৯ টায় দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়িতে তার অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর এ.বি.এম জহুরুল ইসলাম মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংবাদিক এম. সরওয়ার খান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অসিম কুমার দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রথীন্দ্রনাথ বসাক কালা, উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান সাগর, দুপচাঁচিয়া স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি অজিত দত্ত পতু, সাধারণ সম্পাদক সুধাম কর্মকার প্রমূখ। তার মৃত্যুতে স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার অর্ধ বেলা সকল স্বর্ণের দোকান বন্ধ রাখা হয়।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here