চৌগাছা (যশোর) সংবাদদাতা :
সর্দার এক সপ্তাহ ধরে নিখাঁজ যশোরের চৌগাছার স্বপন সর্দার (৬৫) নামে এক আদিবাসি বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত ১১ জানুয়ারী তিনি বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী ঝিকরগাছায় যেয়ে আর বাড়িতে ফেরেনি। নিখোঁজের পর পরই সম্ভব্য সকল জায়গায় খোজ খবর নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। গত এক সপ্তাহ ধরে তার খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজনের মাঝে এক ধরনের হতাশা নেমে এসেছে।
নিখোঁজের পরিবারের লোকজন জানান, গত ১১ জানুয়ারী সকালে নিখোঁজ স্বপন সর্দার ঝিকরগাছা উপজেলাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সেখানে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহনের জন্য মুলত তিনি বাড়ি থেকে বের হয়। এ সময় তিনি ঝিকরগাছাতে অবস্থান করার জন্য সাথে করে প্রয়োজনীয় পোষাক লেপ কাঁতা নিয়ে যান। কিন্তু ঝিকরগাছায় যাওয়ার পর চিকিৎসক জানতে পারে তার শরীরে ডায়বেটিকস আছে বিধায় চোখ অপারেশন করা হবেনা। এরপর তিনি সেখান থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। নিখোঁজ স্বপন সর্দার চৌগাছা পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পাঁচনামনা (বালিগর্ত) এলাকার মৃত বানচারাম সর্দারের ছেলে। নিখোঁজ স্বপন সর্দারের ভাগ্নে কৃষ্ণ সর্দার জানান, তিনি বাড়েতে না ফেরায় আমরা নিকট আত্মীয় সহ সম্ভব্য সকল জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও সন্ধান পাইনি। প্রায় এক সপ্তাহ ধরে তার কোন সন্ধান না পাওয়ায় বাড়ির সকলেই চরম উদ্বিগ্নের মধ্যে বসবাস করছে। যদি কোন ব্যক্তি তার সন্ধান পাই তাহলে ০১৭৪৯৫৩২৭১৪ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
খবর ৭১/ ই: