হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ওমেরা সিলিন্ডার্স কোম্পানীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সিলিন্ডার কোম্পানীর ভিতরে খাবারের কেনটিন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কি কারনে অগ্নিকান্ড ঘটেছে তা প্রকাশ করছে না কোম্পানী কর্তৃপক্ষ। জানা যায়, বাহুবল উপজেলার নতুন বাজারে অবস্থিত গ্যাসের সিলিন্ডার তৈরি কাজে নিয়োজিত ওমেরা কোম্পানীর ভিতরে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পায় লোকজন। আগুনের ধোয়ায় অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কোম্পানীর ভিতরে থাকা শ্রমিকরা দ্বিকবিগিক ছুঠাছুটি করতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। এ দিকে সিকিউরিটি ইনচার্জ তাদের বাইরে যেতে না দেওয়ায় আরো সমস্যায় পড়ে শ্রমিকরা। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে কোম্পানীর কর্মকর্তারা গেইটের ভিতরে প্রবেশ করতে দেয়নি। এক পর্যায়ে যায়যায়দিনের স্থানীয় প্রতিনিধি কোম্পানীর ভিতর প্রবেশ করলে কোম্পানীর লোকজন ছবি তুলতে বাধা দেয়। এবং যে ছবিগুলি তুলা হয়েছে তা কেটে ফেলারও হুমকি দেয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনর্চাজ নজরুল ইসলাম ব্যস্ত আছি পরে জানানো হবে বলে ফোনের লাইনটি কেটে দেন।
খবর ৭১/ ই: