খালেদা জিয়া দুর্নীতি করবে আর তা বলা যাবে না,এটা কেমন কথা: মন্ত্রী রাশেদ খান মেনন

0
355

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: এ দেশের তেভাগা আন্দোলনের প্রবাদ পুরুষ,কমিউনিষ্ট আন্দোলনের শিক্ষাগুরু,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ওয়াকার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ১৫তম মৃত্যুবার্ষিকী । দিবসটি পালনে অমল সেন স্মৃতিরক্ষা পরিষদ নড়াইল-যশোরের সীমান্তবর্তী বাকড়ী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজন করে দুই দিন ব্যাপী অমল সেন মেলা। বাংলাদেশের ওয়াকাস পার্টির সভাপতি এবং সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এর আগে বিদ্যালয় চত্বরে সমাহিত নেতার সমাধিতে নেতৃবৃন্দ পুষ্পমাল্য অপর্ণ করেন। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা এবং এলাকা থেকে দলের নেতা-কর্মীরা লাল পতাকা হাতে নিয়ে মিছিল সহকারে নেতার সমাধিস্থলে জড়ো হতে শুরু করেন । বিদ্যালয় চত্বর জন সমুদ্রে পরিণত হয়। স্থানীয় বিদ্যালয় চত্বরে স্থাপিত প্রয়াত কমরেড সরলা সিংহ মঞ্চে বাম দলের সকল সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অমল সেনকে স্মরণ করেন । নেতৃবৃন্দ বলেন , কমরেড অমল সেন ছিলেন এ দেশের কমিউনিষ্ট আন্দোলনের শিক্ষাগুরু। তিনি ছিলেন একজন খাটি দেশ প্রেমিক। পৈত্রিক জমিদারী প্রথার বিত্তবৈভব ছেড়ে দিয়ে এ দেশের খেটে খেটে খাওয়া মানুষের   মুখে হাসি ফোটাবার জন্য জীবন দিয়ে গেছেন । তাদের পাশে থেকেছেন আমৃত্যু। তার পথচলা , নীতি আদর্শকে অনুসরণ করতে প্রতিটি নেতা-কর্মীকে আহবান জানান । কমরেড ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন , রাশেদ খান মেনন , কমরেড বিমল বিশ্বাস , সাম্যবাদী দলের কমরেড দিলিীপ বড়ুয়া ,ওয়াকার্স পাটির কমরেড শেখ হাফিজুর রহমান এমপি ,কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমিিপ ,ইয়াছিন আলী এমপি, কমরেয নজরুল ইসলাম , পার্বত্য চট্রগ্রামের জনসংহতি সমিতির দীপায়ন শিখা , সিপিবির লায়েকুজ্জামান ,ন্যাপরে ইসমাইল হোসেন ,জাসদের অশোক রায়’,এ সময় মধ্যে উপস্থিত ছিলেন মো.শাহীদুল ইসলাম শাহী ,নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দ।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here