খবর৭১:যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের রাস্তাঘাট বরফের নিচে ঢাকা পড়েছে। বুধবার অন্তত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বেশ কিছু স্থান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলগুলো।
দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ভার্জিনিয়ার জর্জিয়া এবং ম্যাসাচুসেটস থেকে মেইনে পর্যন্ত এ ধরনের অবস্থা বিরাজ করছে। তিন কোটির বেশি মানুষ ওইসব এলাকায় বসবাস করে।
রাস্তায় বরফ জমে থাকার কারণে যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। মঙ্গলবার ৪০ বছর বয়সী এক নারী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
হ্যারিস কাউন্টির শেরিফ অফিস থেকে জানানো হয়েছে, হোস্টন এলাকায় অতিরিক্ত ঠান্ডার কারণে ৮২ বছর বয়সী এক নারী তার বাড়ির পাশে বের হয়ে আর ফিরতে পারেননি। সেখানেই তার মৃত্যু হয়েছে।
খবর৭১/জি: