রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে ৫ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ

0
318

খবর ৭১:বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার উদ্দেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাঁচ মিলিয়ন ইউরোর নতুন এক কর্মসূচি গ্রহণ করেছে।

আজ ঢাকায় প্রাপ্ত ইউরোপীয়ান কমিশনের (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০১৭ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে এই সহায়তা প্রদান করা হবে।


এতে বলা হয়, নতুন এই উদ্যোগ রোহিঙ্গাদের চিহ্নিত ও রেজিস্ট্রেশন করা এবং মানবিক সহায়তার সুবিধা দেবে। এর মাধ্যমে আরো বেশি বিশেষ করে দুস্থদের সুরক্ষা নিশ্চিত করবে।

ইইউ বলেছে, এই উদ্যোগ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতার কারণে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা জনগণকে স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে তাদের বাসস্থানে প্রত্যাবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইইউ’র অঙ্গীকার পূরণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ইইউ গত বছর ৫১ মিলিয়ন ইউরো সহায়তা প্রদান করে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here