আত্মসমর্পনকৃত ৩৮ বনদস্যুকে বাগেরহাট কারাগারে প্রেরণ

0
426

হেদায়েত হোসাইন লিটন, বাগেরহাট প্রতিনিধি:
বরিশালে আত্মসমর্পনকৃত সুন্দরবনের বনদস্যু ‘বড় ভাই, ভাই ভাই ও সুমন’ বাহিনীর ৩৮ সদ‌স্যকে বাগেরহাট কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার রাতে মোংলা থানা পুলিশ দস্যুদের আদালতে সোপর্দ করলে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলাবার রাত ১০টায় র‌্যাপিড এ্যাকশন বেটালিয়ন (র‌্যাব)-৮ এর উপ-পরিচালক আমজাদ হোসেন ও সৈয়দ উজ্জামান এদেরকে মোংলা থানায় হস্তান্তর করে। পরে বড় ভাই বাহিনীর ১৮ সদস্যদের নামে র‌্যাব-৮ এর উপ-পরিচালক আমজাদ হোসেন ও ভাই ভাই এবং সুমন বাহিনীর ২০ সদস্যদের নামে উপ-পরিচালক সৈয়দ উজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এর আগে মঙ্গলবার বিকেল পৌনে ৪ টায় বরিশাল নগরের রুপাতলীতে র‌্যাব-৮ এর সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে এ তিন বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, র‌্যাব-৮ আমাদের কাছে ৩৮ দস্যুকে হন্তান্তর করেছে। তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। ৩৮ দস্যুর মধ্যে বনদস্যু ভাই বাহিনীর ১৮ সদস্যদের নামে র‌্যাব-৮ এর উপ-পরিচালক আমজাদ হোসেন এবং ভাই ভাই ও সুমন বাহিনীর ২০ সদস্যদের নামে উপ-পরিচালক সৈয়দ উজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। দস্যুদের সাথে ৩৮টি আগ্নেয়াস্ত্র এবং দেশি-বিদেশী আগ্নয়াস্ত্রের ২ হাজার ৯শ ৬৯ রাউন্ড গোলাবাররুদ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here