মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি : ‘এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়ানশিপ’-এ অংশগ্রহন করতে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল যাচ্ছে দক্ষিন কোরিয়ায়। দলের হয়ে খেলায় সুযোগ পেয়েছেন শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান সামসুদ্দিন সানি।
মঙ্গলবার রাত ১০টায় দক্ষিণ কোরিয়ার ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল।
সানি জানান- ১৮ জানুয়ারী থেকে দক্ষিন কোরিয়ার সোয়ানে খেলা শুরু হবে। বাংলাদেশ দলের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারত। আগামী ২৮ জানুয়ারী দেশে ফিরবে বাংলাদেশ দল।
বাংলাদেশ দলের কোচ কামরুল ইসলাম কিরন। ১৯ খেলোয়াড়ের সঙ্গে কোচ ছাড়াও দক্ষিণ কোরিয়া যাচ্ছেন দু’জন কর্মকর্তা।
বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন- ইমদাদুল হক, সাকির সামির, সামসুদ্দিন সানি, সোহাগ হোসেন, রবিউল আউয়াল, সোহেল রানা, তারিকুর রহমান, সোহেল রানা-২, ইলিয়াস শেখ, আবদুল হালিম, বিপুল ঘোষ, মো. ইমরান, সাগর মিয়া, মাসুম আহমেদ, রাসেল চাকমা, আবদুল গফুর, মাহাবুবুল আলম, মেহেদী হাসান, ডালিয়ান খোম লুসাই।
সানি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর গ্রামের মো. কমরউদ্দিনের পুত্র।
সানি জানান, বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল টিমের নিয়মিত খেলোয়াড়। তবে তিনি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্য।
২০১৩ সালের ৬ জানুয়ারি বিজিবিতে যোগদান করেন। প্রশিক্ষণের পর জুলাই মাসে ‘আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল’ দিয়েই বিজিবির হ্যান্ডবল টিমে খেলার সুযোগ হয় তার, এখন পর্যন্ত খেলোয়াড় হিসেবেই রয়েছেন। কর্মস্থল খাগড়াছড়ির ৪০ বিজিবি। থাকেন ঢাকার পিলখানায় বর্ডার গার্ড ক্রীড়া বোর্ডে।
সানি জানান, ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়া গেমস’-এ বাংলাদেশ হ্যান্ডবল টিম অংশগ্রহণ করলেও ইনজুরির কারণে অংশগ্রহণ করতে পারেননি।
সানি জানান, গত বছরের অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত দেশের খেলাধুলায় যেসব ক্রীড়াবিদ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য তুলে এনে দেশের মুখ উজ্জ্বল করেছেন তাদের সবাইকে প্রধানমন্ত্রী সম্মানিত করলেন।
গত বছরের ১৬ এপ্রিল গণভবনে সামসুদ্দিন সানির হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খবর ৭১/ই: