নড়াইলে কালি মন্দিরে ১০১ বছর পূর্তি উপলক্ষ্যে শতবর্ষী মেলায় অতিরিক্ত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা

0
309

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের সদর উপজেলাধীন শেখহাটি গ্রামে শ্রী শ্রী কালি মন্দিরে ১০১ বছর পূর্তি উপলক্ষ্যে মেলার আয়োজন করেছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেখহাটী ইউপি চেয়ারম্যান বুলবুল আহম্মেদের উপস্থিতি মেলা পরিদর্শন করেন নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার জনাব সরদার রকিবুল ইসলাম (অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এ সময় পুলিশ সুপারের সাথে নড়াইলে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মেলা পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করছেন শেখহাটি শ্রী শ্রী কালি মন্দিরের গোসাই। মেলা পরিদর্শন শেষে স্থানীয় জনতা পুলিশ সুপারকে ফুলের মালা পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার জনাব সরদার রকিবুল ইসলাম (অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, মেলা বাঙালি জাতির প্রাণের উৎসব। এটি বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য বটে। আর এই মেলাকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বদা সচেষ্ট। মেলায় কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে পুলিশ সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এদিকে মেলায় এমন নিরাপত্তা বিধান করায় পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব। সার্বিক নিরাপত্তা রক্ষায় জেলা অনলাইন মিডিয়া ক্লাবের অভিনন্দন বিবৃতিতে ক্লাবটির সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা যৌথভাবে বলেন, এর আগেও সুলতান মেলায় পুলিশ সুপারের নিরাপত্তা ব্যবস্থা প্রশংসা কুড়িয়েছিল। এবার শেখহাটী শ্রী শ্রী কালি মন্দিরে শতবর্ষী মেলায় পুলিশ সুপারের এরূপ নিরাপত্তা ব্যবস্থা সত্যিই প্রশংসার দাবিদার।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here