নড়াইলে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
561

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তাপস অসহায় ও দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, গতকাল পর্যন্ত গত তিনদিনে সহ¯্রাধিক শীতবস্ত্র বিতরণ করেন। জানাগেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান তাপস সদর উপজেলার মুলিয়া, তুলারামপুর, মাইজপাড়া, হবখালী, শাহাবাদ, চন্ডিবরপুর, লোহাগড়া উপজেলার নলদী, লাহুড়িয়া, দিঘলিয়া ও কোটাকোল ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে প্রতিবছরের মতো এবারও নিজে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করেন। মুুলিয়া ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল কুমার শিকদার সহ বিভিন্ন ওয়ার্ডের আ’লীগ নের্তৃবৃন্দ, তুলারামপুর ইউনিয়নেয়নে শীতবস্ত্র বিতরণকালে তুলারাপুর ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন সহ দলীয় নেতাকর্মীরা, মাইজপাড়া ইউনিয়নে শীতবস্ত্র বিতরণকালে মাইজপাড়া ইউপি চেয়ারম্যান জিল্লূর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সলেমান মোল্যা সহ দলীয় নেতৃবৃন্দ, শাহাবাদ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণকালে প্রবাসী মতিউর রহমান সহ গণ্যমান্য ব্যক্তি, হবখালী ইউনিয়নে শীতবস্ত্র বিতরণকালে সাবেক ইউপি চেয়ারম্যান বাদশাহ মোল্যা ও ইউপি সদস্য লিটু সহ দলীয় নেতৃবৃন্দ, চন্ডিবরপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণকালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ খান জাহান আলী সহ দলীয় নের্তৃবৃন্দ, লাহুড়িয়া ইউনিয়নে শীতবস্ত্র বিতরণকালে যুবলীগ নেতা লিটন সহ অন্যান্য নের্তৃবৃন্দ এবং অন্যান্য ইউনিয়নে শীতবস্ত্র বিতরণকালে দলীয় নের্তৃবৃন্দ ও সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান তাপস বলেন,‘‘ সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিটি সামর্থবান মানুষের উচিৎ অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ানো। আমি আমার সাধ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ, হতদরিদ্রদের আর্থিক সহযোগিতা প্রদান সহ সামাজিক উন্নয়নে কাজ করে চলেছি। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নের্তত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে নড়াইলের তৃণমুল পর্যায়ের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই’’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here