খবর ৭১:রাজধানীতে সিএনজি-চালক মালিকদের নিয়ে অভিযোগের শেষ নেই। ভাড়া নৈরাজ্যর পাশাপাশি কাঙ্খিত গন্তব্যে যেতে না চাওয়ার ঘটনা হরহামেশায় ঘটছে।
নিরুপায় রাজধানীবাসীর একটি অংশ এখন বিকল্প পরিবহন হিসেবে ব্যবহার করছে রাইড শেয়ারিং সেবা। এমন অবস্থায় উবার, পাঠাওয়ের দাপটে কোনঠাসা সিএনজি থ্রিহুইলার চালকরাও অ্যাপে যুক্ত হলো। অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবার অনুমোদন পাওয়ার একদিন পর আনুষ্ঠানিক ঘোষণা দিল ‘হ্যালো’ মোবাইল অ্যাপ।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘হ্যালো’ অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবার ঘোষণা দিয়েছে পরিচালনা প্রতিষ্ঠান টপ আইডিয়া ইমপ্লিমেন্টেশন বা টপ আই আই। প্রতিষ্ঠানটি ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়িক মালিক সমিতি ঐক্য পরিষদ এবং ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সহযোগিতায় ‘হ্যালো’ অ্যাপ উন্মুক্ত করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সেবা দিতে পরীক্ষামূলকভাবে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১ মার্চ থেকে ‘হ্যালো’ রাইড শেয়ারিং সার্ভিস আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। অ্যাপটির মাধ্যমে সিএনজির ভাড়া হবে সরকার অনুমোদিত প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা, পরের প্রতি কিলোমিটার ১২ টাকা করে। এছাড়া প্রতি মিনিটে দিতে হবে দুই টাকা।
খবর ৭১/ এস: