অবশেষে বেনজির হত্যার দায় নিল তালেবান!

0
324

খবর ৭১:দীর্ঘ প্রায় একদশক পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার দায় স্বীকার করল পাকিস্তানি তালিবান। এই প্রথমবার।

নিজের লেখা বইয়ে তিনি জানান, দুই আত্মঘাতী তালিবানি বোমারুকে ভুট্টোর উপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা প্রথমে বেনজির ভুট্টোকে লক্ষ্য করে গুলি চালিয়ে, পরে বিস্ফোরণ ঘটায়। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তানের প্রাক্তন এই প্রধানমন্ত্রী যখন নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন, তখনই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছিল দায়িত্বপ্রাপ্ত ওই দুই তালিবান।

রাওয়লপিণ্ডিতে ভুট্টো হত্যাকাণ্ডের দায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ওপর চাপিয়েছিলেন সেনাশাসক পারভেজ মুশারফ। কিন্তু, পাক তালিবান এর আগে একবারের জন্যও বেনজির ভুট্টো হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেনি।

উর্দুতে লেখা ‘ইনকিলাব মেহসুদ সাউথ ওয়াজিরিস্তান-ফ্রম ব্রিটিশরাজ টু আমেরিকান ইমপেরিয়ালিজম’ বইয়ে তালিবান নেতা আবু মনসুর আসিম মুফতি নুর ওয়ালির স্বীকারোক্তি, বিলাল ওরফে সাঈদ ও ইকরামুল্লাহকে আত্মঘাতী হামলা চালানোর ভার দেওয়া হয়েছিল।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here