উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার আফরা গ্রামে উন্নয়নের ধারাকে ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টার অভিযোগ উঠেছে। আফরা গ্রামের বুড়ি মার বেলতলা নামক ধর্মীয় স্থান ও পার্ককে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করছে বলে অভিযোগ উঠেছে। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস উপস্থিত হয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি আনেন। তিনি বলেন, পর্যটন শিল্প বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প। কিন্তু ধর্মীয় স্থাপনা বা অনুভূতি বাধাগ্রস্থ হয় এমন কোন কাজ করা যাবে না। আগে ধর্মীয় স্থাপনার স্বার্থ পরে পার্কের নিয়ম অনুযায়ী পার্ক হবে।
খবর ৭১/ এস: