লালমনিরহাট সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

0
322

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: সোমবার (১৫জানুয়ারী) লালমনিরহাট সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ওই বাংলাদেশীর নাম মোফাজ্জল হোসেন (২৯), সে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলীবাড়ী গ্রামের আবু হানিফার ছেলে।
রংপুর ৬১ বিজিবি বুড়িমারী ক্যাম্প সু্ত্র জানান, সোমবার সকালের দিকে গরু আনতে মুগলিবাড়ী দিয়ে ৪৪১ নম্বর মূল সীমানা পিলার অতিক্রম করে ভারতের ২শ’ গজ ভিতরে চলে যান মোফাজ্জলসহ কয়েকজন ।
ভারতের চ্যাংরাবান্ধা ক্যাম্পের ৬১ বিএসএফের টহল দলের সদস্যরা তাদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে বাংলাদেশের চলে আসলেও মোফাজ্জল বিএসএফের হাতে ধরা পড়েন।

রংপুর ৬১ বিজিবি বুড়িমারী ক্যাম্প কমান্ডার সুবেদার মো. ওয়াহেদুল ইসলাম বলেন, মোফাজ্জলকে ফেরত আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here