খবর ৭১: আগেই ঘোষণা করা হয়েছিলো ১৫ জানুয়ারি শাকিব অপু ডিভোর্স ইস্যুতে উত্তর সিটি কর্পোরেশনের সালিশ বৈঠক হবে। সেই মোতাবেক দুই পক্ষের কাছে নোটিসও পাঠানো হয়েছিলো। কিন্তু সালিশ বৈঠকে আসলেন শুধু নায়িকা, ছিলেন না নায়ক। সিটি কর্পোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেনের সাথে তালাক নোটিশের বিপরীতে সমঝোতা বৈঠকে বসেন অপু।
শাকিব না আসায় ১২ ফেব্রুয়ারি আবার বৈঠক ডেকেছে সিটি কর্পোরেশন। অবশ্য শাকিব খানের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলছেন, ‘শাকিব সালিশে আসার প্রয়োজনবোধ করছেন না। আমাদের আগের সিদ্ধান্তই বহাল থাকবে। কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।’
এদিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন বলেন, ‘আমরা তাদের জোর করতে পারি না। ৯০ দিনের মধ্যে সমঝোতা না হলে স্বয়ংক্রিয়ভাবে ডিভোর্স হয়ে যাবে।’
গত ২৮ নভেম্বর আইনজীবীর মাধ্যমে ডিভোর্সের নোটিশ পাঠান শাকিব খান।