উজ্জ্বল অধিকারী, বেলকুচি সিরাজগঞ্জ (প্রতিনিধি) : সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌর এলাকা ১নং ওয়ার্ডের সূবর্ণসাড়া গ্রামে দুইদিন ব্যাপী দেলুয়া শ্রীশ্রী রামকৃষ্ণ মন্দির এর শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জের এই ঐতিয্যবাহী মন্দিরটি সর্বপ্রথম স্থাপিত হয়েছিল দেলুয়া গ্রামে ১৩৪৫ বঙ্গাব্দে। যমুনা নদীর ভাঙ্গনে দেলুয়া গ্রাম নদীগর্ভে চলে গেলে এই মন্দিরটি আবার সূবর্নসাড়া গ্রামে প্রতিষ্ঠা করা হয়। রবিবার সকালে মন্দিরের উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠানের কর্মসূচী হিসাবে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই মঙ্গল শোভাযাত্রাটি দেলুয়া শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম হতে পৌর এলাকার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে আবার মন্দিরে এসে শেষ হয়। এ শোভাযাত্রায় জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে সকলে উপস্থিতি ছিলো চোখে পরার মতো। তারপর শুরু হয় পূজাঅর্চনার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক মন্দির উদ্বোধনি অনুষ্ঠান। উক্ত উদ্বোধনি অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দীজী মহারাজ (অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী স্হিরাআনন্দ মহারাজ। সভাপতিত্ব করেন শ্রীমৎ স্বামী পরদেবানন্দজী মহারাজ (রামকৃষ্ণ মিশন ঢাকা)। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সাবেক মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সফল মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস(জেলা প্রশাসক (সিরাজগঞ্জ), বেলকুচি আওয়ামীলীগের সভাপতি এ কে এম ইউসুফজী খাঁন, সহ সভাপতি গাজী লৎফর রহমান মাখন, সেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক ও মন্দিরের ভক্তবৃন্দ।