খবর৭১: ত্রি-দেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই সলোমন মায়ারের উইকেট তুলে নেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান।
এরপর ইনিংসের তৃতীয় বলে আবারো জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন সাকিব। এবার তার শিকার হন ক্রেইগ অরভিন। দুইজনকেই শূন্য রানে সাজঘরে ফেরান সাকিব।
এর আগে ত্রি-দেশীয় ক্রিকেট সিরিজের এই উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
সোমাবার (১৫ জানুয়ারি) সকালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ টস অনুষ্ঠিত হয়। টস জিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমারকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং সানজামুল ইসলাম।
জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মায়ার,পিজে মুর, ক্রেইগ অরভিন, সিকান্দার রাজা, টেন্ডাই চিসোরো, টেন্ডাই চাতারা, গ্রায়েম ক্রেমার, কাইল জারভিস, ক্রিস এমপফু, ব্রেন্ডন মাভুটা।
খবর৭১/জি: