খবর ৭১: ঘরের মাঠে সবশেষ প্রায় আট বছর আগে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। দেশের মাটিতে গত বছর কোনও ওয়ানডে ম্যাচই খেলা হয়নি। গেল দু-তিন কয়েকমাসে বাংলাদেশ দলেও এসেছে অনেক পরিবর্তন। হাথুরুসিংহের উত্তরযুগে প্রধান কোচ বিহীন বাংলাদেশের শুরু হচ্ছে নতুন অধ্যায়।
চেনা দুই প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও শ্রীলংকা। সময়ের ব্যবধানে বাংলাশে এখন বাকি দুটি দলের চেয়ে অনেক এগিয়ে। একই সঙ্গে ঘরের মাঠের সুবিধা। কাগজে-কলমে ফেভারিট হিসেবেই সোমবার (১৫ জানুয়ারি) ত্রিশেীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
এদিকে গেল কয়েকদিন ধরে সারা দেশে প্রচণ্ড ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। গতকাল রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সূর্য্যের আলোই দেখা যায়নি। কন্ডিশনের কথা বিবেচনা করে ম্যাচের সময়ও এগিয়ে নেয়া হয়েছে আগেই। তারপরও দলগুলোর চিন্তা কন্ডিশন নিয়ে। টস জয়ই বড় ব্যবধান গড়ে দিতে পারে।